প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:56 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:15 AM

তাড়াহুড়া করে মেট্রোরেলের উদ্বোধন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ: এমরান সালেহ প্রিন্স

জেরিন আহমেদ: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মেট্রোরেলের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই মাঝ পথে তাড়াহুড়া করে উদ্বোধন নিয়ে জনগণের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে । বন্দুকের মুখে জিম্মি করে ১৪ বছর ধরে জোর করে ক্ষমতায় থাকা বিনা ভোটের সরকার বুঝতে পেরেছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। মামলা, হামলা গ্রেপ্তার করে কণ্ঠ রোধের মাধ্যমে ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ কাজ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা সেই পর্যন্ত ক্ষমতায় থাকার ভরসা অথবা পাচ্ছে না। এ কারণে উন্নয়ন দেখাতে কাজ অসমাপ্ত রেখেই ডাকঢোল পিটিয়ে জনগণের কোটি কোটি টাকা অপচয় করে তাড়াহুড়া করে মেট্রোরেলের একাংশ উদ্বোধন করা হয়েছে। স্বৈরাচারের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর সংসদীয় পতাকা উড্ডীন করেছিলেন। দেশকে ইমাজিন টাইগারে রুপান্তরিত করেছিলেন। সে দেশকে ১৪ বছরে লুটপাট করে দুর্ভিক্ষের রাজ্যে পরিণত করেছে লুটেরা সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মানে দুর্নীতির মহোৎসব। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মানে দফায় দফায় বাড়িয়ে দেশের অর্থনীতিকে পথে বসিয়ে দেওয়া। সরকার জনগণের জন্য উন্নয়ন করছে না, কথাকথিত উন্নয়নের নামে নিজেদের পকেট ভরছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করছে। সেখানে সাধারণ জনগণের কোনো উন্নয়ন নেই।

তিনি আরও বলেন, গত শুক্রবার নয়াপল্টনের গণ মিছিলে আসার পথে এবং মিছিল থেকে ফেরার পথে ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ১৬ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই গণমিছিলকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২১ জন নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: এল আর  বাদল